শার্শায় নববর্ষকে স্বাগত জানিয়ে বিএনপির বৈশাখী শোভাযাত্রা

শার্শায় নববর্ষকে স্বাগত জানিয়ে বিএনপির বৈশাখী শোভাযাত্রা

শার্শায় নববর্ষকে স্বাগত জানিয়ে বিএনপির বৈশাখী শোভাযাত্রা

নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’—এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে পহেলা বৈশাখ। বর্ণিল আয়োজনে সেজেছে বাঙালির প্রাণের উৎসব। এতে অংশ নিয়েছেন সমাজের নানা স্তরের মানুষ। হাজারো মানুষের উল্লাসে মুখরিত হয়েছে শার্শা উপজেলা প্রাঙ্গণ। উপজেলা নির্বাহী অফিসারের দাওয়াতে অংশ গ্রহণ করেন সাবেক সংসদ সদস্য,সাবেক কেন্দ্রীয় বি এন পির দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি সাহেব সহ উপজেলা বি এন পির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বি এন পির সভাপতি ,সাধারণ সম্পাদক ,সাংগঠনিক সম্পাদক ,,যুবদলের সভাপতি মোস্তাফিজ জোহ সেলিম ,,সদস্য সচিব এমাদুল হক ইমদা ,,যুগ্ন আহবায়ক আল মামুন বাবলু ,,যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান আসাদ ,,ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন ,,সদস্য সচিব সবুজ ,,যুগ্ন আহবায়ক বিপ্লব আহমেদ ,রনি আহম্মেদ সহ আশপাশের এলাকার মানুষও শোভাযাত্রায় অংশ নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং নানা বয়সী মানুষ। এরপরে দলীয় প্রোগ্রামে অংশগ্রহণ করেন শার্শা উপজেলা বি এন পির দলীয় কার্যালয়ে সামনে থেকে নববর্ষের শোভাযাত্রা রেলী বের করেন সেই খানে মিছিল অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন মফিকুল হাসান তৃপ্তি সাহেবে এবং শোভাযাত্রা শুরুর আগে নেতাকর্মীদের ও জনসাধারণের উদ্দেশ্য শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন তিনি বলেন গত সতেরো বছর আমরা শার্শার মাটিতে পহেলা বৈশাখ পালন করতে পারিনি আজ ফ্যাসিবাদের অবসান পর আপনাদের কে সাথে মিলে মিশে বাংলা নববর্ষ পালন করছি,যেখানে নেই বাধা,নেই কোন সংশয়, আমরা মুসলিম,হিন্দু,বোদ্ধ,খিষ্টান,একসাথে একমাত্র পহেলা বৈশাখ উদযাপন করে থাকি।

এতে অংশ গ্রহণ করেন গ্রামীণ হারানো দিনের গরুর গাড়ি ,বাঁশের তৈরি বাঘ, পাখি, মাছসহ নানা বিশালাকৃতির শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে গ্রামীণ জীবন ও প্রকৃতিনির্ভর মানুষের সংগ্রামের রূপ।
উপজেলা বি এন পির দলীয় কার্যালয় থেকে সকাল ১০.৩০ মিনিটে বের হওয়া ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ থানার মোড়, উপজেলা নির্বাহী অফিসের সামনে দিয়ে শার্শা কামার বাড়ি পর্যন্ত প্রদক্ষিণ করে।

বিগত বছরের জরাকে দূরে ঠেলে আজ বাংলাভাষীদের স্বপ্ন দেখার দিন, নতুন আলোয় অবগাহনের দিন, আনন্দে মেতে উঠারও দিন। হাজার বছরের ঐতিহ্যের বহমানতায় বাংলাদেশের ঘরে ঘরে আজ উৎসবের আমেজ। এ দেশের মানুষ আওয়ামী লীগের ফ্যাসিবাদের জাঁতাকলে পিষ্ট হয়েছে প্রায় ১৭বছর। এ সময়ে আনন্দ, উচ্ছ্বাস আর ভাবের প্রকাশ করতে হয়েছে পুরোপুরি নিয়ন্ত্রিত এক পরিবেশে। ফ্যাসিবাদী সরকারের মর্জিমতো। বাঁধভাঙা উল্লাসে সবাই তখন ভাসতে পারেনি।
সেই ফ্যাসিবাদের নাগপাশ কাটিয়ে এ বছর এক মুক্ত আবহে, মুক্ত বাতাসে বাঙালির জীবনে এসেছে পহেলা বৈশাখ। আর তাই বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করতে আজ লাখো মানুষ ঘরের বাইরে ছুটেছে বিভিন্ন স্থানে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2025 | All rights reserved by Dhaka Observer
কারিগরি সহায়তা: Next Tech