আদমদীঘিতে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

আদমদীঘিতে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

আদমদীঘিতে হেরোইনসহ যুবক গ্রেপ্তার
Oplus_131072

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়নের শিবপুর এলাকায় শারিব এগ্রো ফার্মের সামনে নওগাঁ- বগুড়া আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি করে একশ গ্রাম হেরোইনসহ সুমন নামের এক যাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
গ্রেপ্তারকৃত সুমন পাহান (২৭) রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বিশ্বনাথপুর গ্রামের হিন্দুপাড়া মহল্লার ষষ্টি পাহানের ছেলে।
আজ (১৩ মার্চ) বৃহস্পতিবার বেলা সাড়ে বারো ঘটিকার সময় সুমন পাহানকে হেরোইনসহ  গ্রেপ্তার করে দুপুরে তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে  মামলা দায়ের করে বিকেলে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল বলেন, আজ বৃহস্পতিবার বেলা সাড়ে বারো ঘটিকার সময় উপজেলার সদর ইউনিয়নের  শিবপুর গ্রামের শারিব এগ্রো ফার্মের সামনে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে নওগাঁ থেকে ছেড়ে আসা বগুড়া গামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি করা হয়। এ সময় সুমন পাহান নামে যাত্রীবেশে থাকা এক মাদক কারবারিকে আটক করা হয়। আটকের পর তার শরীর তল্লাশি করে একশ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, হেরোইনসহ গ্রেপ্তারকৃত সুমন পাহানের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারা গারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2025 | All rights reserved by Dhaka Observer
কারিগরি সহায়তা: Next Tech