ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় বিএনপির প্রতিবাদ ও সংহতি র্যালী

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় বিএনপির প্রতিবাদ ও সংহতি র্যালী করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এসময় ফিলিস্তিনের মজলুম জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যা ও অব্যাহত আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহণ করেন শার্শা উপজেলা বিএনপির সাবেক সংসদ সদস্য, সাবেক কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি , সাবেক মন্ত্রী মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী নজরুল ইসলাম খান, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবাহক মোঃ আসাদুজ্জামান আসাদ সহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীবৃন্দ। এসময় তারা ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপণ করেন।