আরাফাত রহমান কোকো’র শাশুড়ির ইন্তেকাল: শোক প্রকাশ করলেন মফিকুল হাসান তৃপ্তি

নিজস্ব প্রতিবেদক: আজ সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকো’র শ্বাশুড়ী এসইউএফ মুকরেমা রেজা রোববার (৬ এপ্রিল) ভোর রাত ৩-৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন) মরহুমার নামাজের জানাযায় উপস্থিত সাবেক মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি সাবেক, মন্ত্রী ও চারবারের সাবেক এমপি আমানউল্লাহ আমান ও , শার্শার কৃতি সন্তান বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, যুগ্ম মহাসচিব হাবিবুর নবী সোহেল, মাগুরার সাবেক সংসদ সদস্য মনোয়ার হোসেন খাঁন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক,ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি সহ কেন্দ্রীয় বিএনপি’র গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।