কারাগারে তেমন সুযোগ-সুবিধা পাচ্ছেন না হাজী সেলিম

কারাগারে তেমন সুযোগ-সুবিধা পাচ্ছেন না হাজী সেলিম

কারাগারে তেমন সুযোগ-সুবিধা পাচ্ছেন না হাজী সেলিম

ডেস্ক রিপোর্ট: যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।

এদিন সকালে কড়া নিরাপত্তা হাজী সেলিমকে আদালতের এজলাসে নেয় পুলিশ। এরপর তার হেলমেট খুলে দেওয়া হয়। তখন মেজাজ হারিয়ে তিনি নানা ধরনের অঙ্গভঙ্গি করতে থাকেন। মাঝেমধ্যে নিজের হাতের আঙুল দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করেন।

এরপরে আইনজীবী প্রাণনাথ আদালতের অনুমতি নিয়ে দুই পৃষ্ঠার প্রিন্ট করা কাগজ হাজী সেলিমকে পড়তে দেন। এ সময় আইনজীবীরা তাকে বুঝিয়ে দেন। পরে ১০টা ৩৮ মিনিটে ফের পুলিশ পাহারায় তাকে আদালত থেকে হাজতখানায় নেওয়া হয়।

হাজী সেলিমের আইনজীবী গণমাধ্যমকে বলেন, ‘তিনি (হাজী সেলিম) কারাগারে তেমন সুযোগ-সুবিধা পাচ্ছেন না। তিনি কথা বলতে পারেন না। এমনকি, তার কথাও কেউ বুঝতে পারে না। এসব কারণে তিনি বিরক্তি প্রকাশ করেছেন। কিন্তু আমাদের তো এখন কিছু করার নেই। যতটুকু পারছি আদালতের অনুমতি সাপেক্ষে তার সুযোগ-সুবিধার বিষয়টি দেখছি।’

ঢাকা অবজারভার/আকিব

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2025 | All rights reserved by Dhaka Observer
কারিগরি সহায়তা: Next Tech