সুরঞ্জন তালুকদার, ধর্মপাশা প্রতনিধি:
সুনামগঞ্জ সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা সদর বাজারে ১৯ জুলাই দুপুরে ইসলামিক ফাউণ্ডেশনের প্রচারিত করোনা ভাইরাস সংক্রমণের ক্রমবর্ধমান উর্ধ্বগতি প্রতিরোধে, ১৩ নির্দেশিকার লিফলেট বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল আযহা ২০২১ উপলক্ষে জুমআর বয়ান এবং মসজিদের মাইকে নিয়মিত সচেতনামূলক নির্দেশনা প্রচারের আহ্বান জানিয়েছেন ইসলামিক ফাউণ্ডেশন। স্বাস্থ্য বিধি অনুসরন পূর্বক পবিত্র ঈদুল আযহা নামায আদায়। কোরবানির পশু ক্রয় বিক্রয়, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি, ও বর্জ্য অপসারণ করার নিয়মাবলী উল্লেখ করা হয়েছে। মসজিদের ইমাম সহ সচেতন মুসুল্লিগনের মধ্যে লিফলেট বিতরন করেন,মধ্যনগর “সারিস”র দায়িত্বে থাকা সাধারণ কোয়ারট্যাকার মোঃজিয়াউর রহমান।
Leave a Reply