admin2019
- ১৫ অক্টোবর, ২০১৯ /
ডেস্ক রিপোর্ট:
বিএনপি নেতা সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করলেন বদরপুর ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ।
সূত্র জানায়, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ জামিনে মুক্তির পর শুভেচ্ছা জানাতে মঙ্গলবার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন বিএনপি নেতা আ.ন.ম ফয়সাল তালুকদার ও ইউনিয়ন বিএনপি উত্তরের সাধারণ সম্পাদক নাসের মৃধার নেতৃত্বে নেতা-কর্মীরা বনানীর অফিসে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রাজধানীর পল্লবী থানায় দায়েরকৃত ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনের মামলায় শনিবার গ্রেফতার হন মেজর হাফিজ। রবিবার আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত রিমান্ড বাতিল করে জামিন মঞ্জুর করেন।