মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৯:৫২ অপরাহ্ন
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
ঘাটাইল দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে দুই
মাদরাসা শিক্ষককে আটক করেছে থানা পুলিশ । ঘটনাটি
ঘটেছে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঘাটাইলের শ্যামলী
গরুহাটি আল ইহসান কিন্ডার গার্টেন ও হাফিজিয়া
মাদরাসায়। বলাৎকারের শিকার দুই জন ঐ মাদ্রাসার শিক্ষার্থী। এই
ঘটনায় আটক শিক্ষকরা হচ্ছেন গোপালপুর উপজেলার শরিয়তপুর
গ্রামের হেকম আলীর ছেলে রমিজুল (২২) ও ভুঞাপুর উপজেলার
নিকরাইল গ্রামের মৃত তারা মিয়ার ছেলে খায়রুল (২২)। এরা
দুজনেই ঐ মাদ্রাসায় শিক্ষক । পুলিশ তাদেরকে জেল হাজতে
প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায় বৃহস্পতিবার সকালে ঘাটাইলের শ্যামলী
গরুহাটি আল ইহসান কিন্ডার গার্টেন ও হাফিজিয়া মাদরাসার
একটি রুমে ডেকে নিয়ে দুই শিক্ষার্থীকে বলাৎকার করা হয়।
বিষয়টি তারা বাবা-মাকে জানালে, শিক্ষার্থীর অভিভাবক এসে
শিক্ষকদের কে জুতা পেটা করে । পরে ঘটনাটি তারা পুলিশকে
জানায়। পুলিশ এসে দুই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ঘাটাইল থানায়
নারী ও শিশু নির্যাতন দমন আইনে (৯ক ধারায়) মামলা দায়ের করেন।
মামলা নং- ১৫।
এবিষয়ে মাদ্রাসার পরিচালকের সাথে সেল ফোনে (০১৬৮০৮৪৩৮৪০)
যোগাযোগ করা হলে রিসিভ করলেও প্রশ্ন কোন জবাব না দিয়ে
মোবাইল বন্ধ করে দেন।
জানতে চাইলে ঘাটাইল থানার পুলিশের উপ পরিদর্শক (এসআই)
মোঃ মতিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বলাৎকারের
সাথে জড়িত দুই শিক্ষককে গ্রেফতার করে টাঙ্গাইল জেল হাজতে
প্রেরণ করা হয়েছে।