মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৭:৫২ অপরাহ্ন
মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট:
বাগেরহাটের মোড়েলগঞ্জে রিয়াজুল হাসান বায়েজিদ(৩০) নামে এক পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার(২৮ শে আগস্ট) বিকেল ৫টার দিকে ফাঁড়ি পুলিশ সন্ন্যাসী বাজারে দোকান সংলগ্ন নীজঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় পল্লী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করে।
এ বিষয়ে রিয়াজুলের বোন রুনা বেগম বলেন, রিয়াজুলকে খুজতে দোকানে গিয়ে দোতলায় অর্ধ ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। তার স্ত্রী ও একটি শিশু সন্তান রয়েছে। রিয়াজুলকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন বোন রুনা।
এ বিষয়ে সন্ন্যাসী ফাঁড়ি পুলিশের আইসি এসআই নুরুল ইসলাম বলেন, রিয়াজুলের মরদেহ উদ্ধার করা হয়েছে।তার মৃত্যুর কারন জানতে লাশের পোষ্টমর্টেম করানো হবে।এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।