অভি আহম্মেদ: ২০১৮ সালে যুবতী রাধে শিরোনামে গানটি কাভার করে সুমি মির্জা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে । যা শুধু দেশেই সিমাবদ্ধ নয়, দেশের বাহিরেও বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং বেশ সুনাম ও অর্জন করেছেন কন্ঠশিল্পী সুমি মির্জা । গানটির সুর সংগৃহীত ছিল আর সংগীত আয়োজন ছিল মাহমুদ সানী, এই বার সুমি মির্জা নিজে গানটি লিখেছেন বিভিন্ন বইয়ের সহযোগিতায়,এবং নিজের মত করে সাজিয়ে, এটি সুমি মির্জার মৌলিক গান, আগের কম্পজিশন ও সুর ঠিক রেখে লিরিক টা পরিবর্তন করে গেয়েছেন।দর্শকদের অনুরোধ ও ভালবাসায় সে নতুন করে গানটি গেয়ে আবার দর্শকদের উৎস্বর্গ করেছেন গানটি গেয়ে,ভিডিওটি করছেন খান মাহি এবং লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত পাচ্ছে ৮ই অক্টোবর,গানটি নিয়ে সুমি মির্জা খুবই আশাবাদী, সুমি মির্জা মুলত একজন ব্যান্ড তারকা, ব্যান্ড ফোক এর মিশ্রনে নিজের একটা নিজস্বতা তৈরি হয়েছে। তার কন্ঠে এবং দর্শকরাও এটা গ্রহণ করেছে,আশা করি গানটি অনেক ভাল হবে তাই আপনাদের সবাই কে দেখার অনুরোধ রইল।
Leave a Reply