শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৩:৪৯ অপরাহ্ন
নিয়ন আলোয় তুমি নিয়ন বাতির এই শহরে
মরচে ধরা ভালবাসায়,
তুমি কি করে দেখবে? আমার চোখের জল
তুমি কি করে শুনবে,
বুকের বা পাশের হৃদয় মাঝারের ধুকধুকানি
যে খানেতে একটু খানি রোজ কমছে শোরগল।
নিয়ন বাতির এ শহরে বড্ড কোলাহল,
চোখ ধাধানো,
লোক দেখানো গুমোট কোলাহল।
ফিকে ধরা ঘরের মাঝে,
তুমি রোজ ঠোট ছুয়েছো,বরফ শীতল ঠোট,
ফিকে ধরা আলোয়
তুমি কি করে দেখবে সেখানেতে
একচিলতে হাসি ছিল কোনকালে,
আজ কি গভীর ঠোট!
তোমার এই নগরেতে সব শোনা যায়,
কাকের ডাক,ফেরিওয়ালার হাক,
তর্কের খাতিরে তর্ক,অথবা প্রেমহীন নিখাদ কাম,
এত ভীরের মাঝে,তুমি কি করে পাবে আমার হৃদস্পন্দন,
যা ভালোবেসে কোনদিন তোমায় দিয়েছিলাম
তোমার এই আলোর শহরে,
কত শত কথা,কত চিৎকার,
সবি আছে সবখানেতে শুধু তুমিটা নেই
তোমার আর আমিটা আমার।
জানো?এই শহরে আমি রোজ মরছি,
খুব ধীরে আর ধুকেধুকে
তবুও তুমি নাকি আমার বড্ড চেনা অচেনা
তাহলে সত্যি বলো কে?