মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৭:৫৭ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে ওষুধ দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে জেলাজুড়ে ওষুধ দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক মো. জোহর আলী তাঁর কার্যালয়ের চারপাশে পরিচ্ছন্নতা ও মশক নিধনের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন। পরে স্থানীয় সুধিজনদের নিয়ে শহরের বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পৌরসভার কর্মচারী, জেলা প্রশাসনের কর্মচারী ও সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেয়। শহর পরিচ্ছন্নতা কর্মসূচিতে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক (উপসচিব) মোঃ দেলোয়ার হোসেন মাতুব্বর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম ফরিদ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নাহিদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোঃ শোয়াইব, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাহউদ্দিন আহম্মেদ সালেক, পৌর কাউন্সিলর তরুন কর্মকার ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল-মামুন খান ধলু, সহসভাপতি হাবিবুর রহমান হাবিল উপস্থিত ছিলেন। সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার, ড্রেন পরিচ্ছন্ন, ঝোপ-ঝাড়-জঙ্গল পরিস্কার ও ফগার মেশিনের মাধ্যমে ওষুধ দিয়ে মশক নিধন করা হয়। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচী চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও পৌর মেয়র। অপরদিকে ঝালকাঠি জেলা যুবউন্নয়ন অধিদপ্তর উপপরিচালক মোঃ মিজানুর রহমান’র নেতৃত্বে যুবউন্নয়ন অফিস এরিয়া এবং বাসন্ডা ব্রিজ থেকে কির্ত্তিপাশা মোড় থেকে পর্যন্ত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায় কর্মকর্তা, কর্মচারী এবং প্রশিক্ষণার্থীরা। সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর আনছারউদ্দিন’র নেতৃত্বে কলেজ বিএনসিসি, রোভার স্কাউট, রেডক্রিসেন্ট কর্মী এবং শিক্ষক ও শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়। বাসন্ডা ব্রিজের পশ্চিম ঢাল থেকে ব্র্যাক মোড় এবং কলেজ মোড় থেকে ফায়ারসার্ভিস মোড় পর্যন্ত দু’পাশ পরিস্কার করে রাস্তার পাশের দোকানদারকে ময়লা ফেলে নোংরা না করার পরামর্শ দেন শিক্ষকরা। একইভাবে মহিলা কলেজ, আকলিমা মোয়াজ্জেম হোসেন মহাবিদ্যালয়, সরকারী বালক বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, উ;ে¦াধন মাধ্যমিক বিদ্যালয়, পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, কুতুবনগর আলিম মাদ্রাসা, নওপাড়া ডিএসআই ফাজিল মাদ্রাসাসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান স্ব-স্ব অবস্থানে থেকে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়।