শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১০:১৬ অপরাহ্ন
ইউরোপ প্রতিনিধি:
সর্ব ইউরোপ আওয়ামীলীগের সভাপতি এম নজরুল ইসলামের বিরুদ্ধে অভিনব প্রতরনার মাধ্যমে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ করেছেন ইউরোপে অবস্হানরত প্রবাসীরা। অভিযোগ রয়েছে যখন প্রধানমন্ত্রী ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্হানরত সমস্যাগ্রস্হ প্রবাসীদের সহায়তা করছে দূতাবাসের মাধ্যমে তখন সুচতুর ইউরোপ আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম (সাধারণ সম্পাদক ব্যতিত) ইউরোপের ইতালি. স্পেন.ইংল্যান্ড.সুইজারল্যান্ড. সুইডেন.জার্মানি. অস্টিয়া.হল্যান্ড.গ্রীস.মাল্টা.ডেনমার্ক. বেলজিয়াম. আয়ারল্যান্ডে অবস্হানরত আওয়ামী লীগের নেতা কর্মী ও আওয়ামী সমর্থক ব্যবসায়ীদের কাছে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে অনুদান দিবে বলে ব্যাপক চাঁদাবাজি করছে।
অভিনব চাঁদাবাজিতে তিনি ইউরোপের বিভিন্ন দেশে আওয়ামী লীগের কমিটিতে পদ রক্ষার্থে মোটা অংকের অনুদানের জন্য চাপ দেয়।অপরদিকে যারা পদে নেই তাদের পদ দিবে বলে চাঁদা চায়।একারনে সমস্যাগ্রস্ত প্রবাসীরা যারা সংগঠনের নেতৃত্বে রয়েছে তারা পড়েছে চরম বিপাকে।এব্যপারে ইতালী আওয়ামীলীগের এক নেতা জানান যেখানে প্রধানমন্ত্রী আমাদের ইতালীতে ৩০ লক্ষ টাকা সহায়তা দিয়েছে। এখানে প্রায়ই সবাই কাজহীন অবস্হায় রয়েছে।সেখানে নজরুল ইসলামের অসচ্ছ চাঁদাবাজিতে আমরা অতিষ্ঠ।
অস্ট্রিয়া আওয়ামী লীগের এক নেতা জানান এখানে কোন কমিটি করে নাই নজরুল ইসলাম একক ভাবে চাঁদাবাজি করছে। এখানে নেই কোন সচ্ছতা।এমনকি সাধারণ সম্পাদক মজিবুর রহমান ও কিছু জানেন না।ইউরোপের বিভিন্ন দেশে থেকে ইতিমধ্যেই মোটা অংকের ইউরো সংগ্রহ করেছে।যার কোন হিসেব নেই।হয়তবা উওোলিত অনুদানের ২০ ভাগ প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে দান করতে পারে।বাকিটা কোথায় যাবে?