নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠিতে জেলা পুলিশ এর উদ্যোগে পবিত্র ঈদ-উল আযহাকে সামনে রেখে ব্যাংক ও বীমা কর্মকর্তা, ব্যবসায়ীদের নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (৬ আগস্ট) পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । এতে বক্তব্য রাখেন ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. ছোয়াইব ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান। পুলিশ সুপার বলেন ফাতিহা ইয়াসমিন বলেন ঈদে ঝালকাঠিবাসীকে সবধরণের নিরাপত্তা দেওয়া হবে।