শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১০:০৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
ইতালী আওয়ামীলীগ নেতা বরিশাল বিভাগ সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ীও সমাজসেবক কামরুল আহসান মন্টুর একান্ত ব্যক্তিগত উদ্যোগে ২৩ শে এপ্রিল বৃহস্পতিবার তার নিজ জন্মস্হান বরিশালের গৌরনদীর উপজেলার বার্থী ইউনিয়নে ৪০০ অসহায় পরিবারের মধ্যে নুন্যতম ১৫ দিনের খাবার বিতরন করেন।বিতরনকৃত খাবারের মধ্যে ১৫ কেজি চাল.৫কেজি আলু.৫কেজি পিয়াজ.১লিটার সয়াবিন তৈলও ১কেজি লবন রয়েছে।
কামরুল আহসান মন্টুর টরকি বন্দরের বসসা থেকে তার আপন সহোদয় গৌরনদী ছাএলীগের সাবেক সভাপতি খায়রুল আহসান টিপু নামে প্রতিস্ঠিত টিপু সংসদের উদ্যোগে মহিয়সী মা কোহিনূর বেগমের সার্বিক তত্বাবধানে তার ছোট ভাই রুহুল আহসান আলম ও মামা আব্দুল বাতেন খানের তত্বাবধানে বার্থী ইউনিয়নের তালিকাভুক্ত ৪০০ পরিবারের বাড়ীতে বাড়ীতে টিপু সংসদের সদস্যরা এান পৌছে দেয়।
উল্লেখ্য দেশের বিভিন্ন দূর্যোগে মন্টু সব সময়ই গরীব অসহায়দের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেন।করোনার কারনে ইতিমধ্যে তিনি ইতালীতে ও অনেক পরিবারকে আর্থিক সহায়তা করেছেন।উক্ত এলাকার লোকজন মিন্টুর পরিবারের এ কার্যক্রম কে সাধুবাদ জানিয়েছেন।এব্যাপারে কামরুল আহসান মন্টু এ প্রতিবেদক কে জানান তার এধরনের সহায়তার কার্যক্রম অব্যাহত থাকবে।তিনি তার বৃদ্ধ মায়ের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।