শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১০:১৯ অপরাহ্ন
অস্ট্রিয়া প্রতিনিধি:
বঙ্গবন্ধুর খুনী ফাসির দন্ডপ্রাপ্ত আসামী মেজর ডালিমের আশ্রয়দাতার সাথে ইউরোপ আওয়ামীলীগের সভাপতির এম নজরুল ইসলামের সাথে গোপন বৈঠক নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ায় বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে ইউরোপের আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে।গত ২১ শে এপ্রিল ইউরোপ আওয়ামীলীগের সভাপতির এম নজরুল ইসলামের নিজ কর্মস্হল অস্ট্রিয়ার যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি Babu mia jashim এর ব্যক্তিগত ফেইস বুকে মেজর ডালিমের আশ্রয়দাতা স্পেনের মিজানের সাথে এম নজরুলের গোপন বৈঠকের ছবি পোস্ট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনা করছে।
একটি সূত্রে জানা যায় বঙ্গবন্ধু হত্যার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বহিস্কৃত মেজর ডালিম ২০১৭ সালে স্পেনের রাজধানী মাদ্রিদে কয়েকদিন অবস্থান করে।এসময়ে উল্লেখিত মিজান তাকে নিয়মিত সঙ্গ দেয়।মিজান ও তার সহোদয় বখতিয়ারের সাথে মাদ্রিদের বিভিন্ন আর্কষনীয় স্হাপনায় ঘুরতে দেখা যায়।
বিষয়টি জানাজানি হয়ে গেলে মেজর ডালিম অবস্হা বেগতিক দেখে দ্রূত স্পেন থেকে সটকে পরেন। খুনীর আশ্রয় দাতা মিজানের এই আলোকচিত্র দেখে অস্ট্রিয়া আওয়ামীলীগের এক প্রবীন নেতা ক্ষোভের সাথে জানান ইউরোপ আওয়ামীলীগের সভাপতি সব জেনে শুনে মিজানের সাথে এমন দহরম কোনভাবেই মেনে নেওয়া যায় না।আমরা আমাদের প্রিয় নেএী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু দৃষ্টি একান্তভাবে কামনা করছি।
নজরুলের এহেন কর্মকান্ডে আমরা বিস্মিত ও লজ্জিত।তার এ পদে থাকার কোন অধিকার নাই।স্পেন আওয়ামী লীগের নেতা Akter hossain উক্ত পোস্টে তার মন্তব্যে লিখেন নজরুল কে জিজ্ঞাসা করলে ডালিমের সন্ধান পাওয়া যেতে পারে। আয়ারল্যান্ড এর Alak sarker লিখেন এদের প্রতিরোধ করতে হবে।জার্মানী আওয়ামীলীগ নেতাRasil mahmud নজরুল কে রাজাকারের সাথে তুলনা করেছেন।স্পেনের Iftekhar alom এদেরকে থু থু মারার জন্য লিখেন।
স্পেন আওয়ামী লীগের নেতা shakil khan panna এদেরকে করোনা ভাইরাসের চেয়েও ভয়ংকর বলেছেন।