admin2019
- ৩০ আগস্ট, ২০১৯ /
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে সামাজিক সংগঠন উৎসর্গ পরিবারের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উৎসর্গ পরিবারের সভাপতি গাজী আব্দুর রউফ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য- ডি এম আব্দুল্লাহ আল মামুন, জামাল হোসেন, আবির হাসান রানা, আবু হাসান, মোস্তাফিজুর রহমান, আবু ইছা, আব্দুল্লাহ আল মামুন, ইকরামুল কবির, রাফিক হুসাইন প্রমূখ।
ছবির ক্যাপশনঃ সামাজিক সংগঠন উৎসর্গ জরুরী সভায় উপস্থিত সদস্যদের একাংশ- সুপ্রভাত সাতক্ষীরা।