শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১০:২৮ অপরাহ্ন
ইতালী প্রতিনিধি:
ইতালী আওয়ামী লীগ সভাপতি ইদ্রিস ফরাজী ইতালী প্রবাসীদের সাথে প্রতারনার অভিযোগ উঠেছে। গতকাল দেশের বিভিন্ন অনলাইন পত্রিকায় ইতালী সভাপতি ইদ্রিস ফরাজীর কর্মকান্ডে ক্ষুব্ধ প্রবাসী বাঙ্গালীরা শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। মুহুর্তের মধ্যেই নিউজটি ভাইরাল হয়ে যায়। এ নিউজের পরে টনক নড়ে বাংলাদেশে অবস্থানরত ইদ্রিস ফরাজীর। তিনি তড়িঘড়ি করে ইতালী প্রবাসীদের উদ্দেশ্যে নিজ ফেসবুক আইডিতে ইতালী প্রবাসীদের উদ্দেশ্যে খোলা চিঠি দেয়।
চিঠিতে তিনি উল্লেখ করেন যারা সমস্যায় আছে তারা যেন তার সাথে যোগাযোগ করেন। তিনি সার্বিক সহযোগীতা করবেন। কিন্তু বাস্তবে সমস্যাগ্রস্থ দুই চারজন ফোন করলে তিনি রিসিভ করে সমস্যার কথা শুনলে এড়িয়ে যান এবং লাইন কেটে দেন।
অনেক সময় তার ব্যবহৃত মোবাইল বন্ধ করে রাখেন। এঘটনা প্রচারিত হলে ইতালী প্রবাসীদের মধ্যে আরো ক্ষোভের সঞ্চার ঘটে। অনেকে মন্তব্য করেন আমরা এমনিতেই বিপদে আছি। তার উপর এমন প্রতারনার কি দরকার ছিল।
উল্লেখ্য ইদ্রিস ফরাজী বর্তমানে বাংলাদেশে স্বপরিবারে অবস্থান করছে। তিনি ৮ বছর যাবত ইতালী আওয়ামী লীগ সভাপতির দায়িত্ব পালন করছে। অথচ ৮ বছরের ৭ বছরই তিনি বাংলাদেশে অবস্থান করছেন।