শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৩:৩০ অপরাহ্ন
কাওসার আলী সুমন:
স্মৃতির মিনারে অক্ষয়
তব অম্লান তোমার-ই নাম,
জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবর রহমান।
যুগে যুগে বাংলায় জন্ম নিয়েছে
লাখো বীর সেনানী, করেছে লড়াই,
দিয়েছে জীবন বাংলার
স্বাধীনতা আসেনি।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী
শেখ মুজিবর তুমি,
জাতির ললাটে পরায়েছ সেই
বিজয়ের মালাখানি।
“জুলিও কুরির” মুজিব তুমি
বিশ্ব শান্তির অগ্রদূত,
মরণের মাঝে হইলে অমর
গর্বে ভরে যায় বুক।
এই বাংলার কাঁদা, মাটি,
জল ফসলে ভরা মাঠ,
তুমি বাংলার,
বাংলা তোমার মিশে আছো একাকার।
বাংলার ইতিহাসে অক্ষয়
তুমি চির অবিনাশী এক নাম,
বাংলার গৌরব,
বাংলার অহংকার শেখ মুজিবর রহমান।।