নিজস্ব প্রতিবেদক:
“৬০ সেকেন্ড ব্যাংকক ফিল্ম ফেস্টিভ্যাল – ২০২০” এ নির্বাচিত হয় রওনাকুর সালেহীনের পরিচালনায় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র “স্টোরি অফ এ স্টোন”। Whiteline Silom 8,Bangkok এ চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে ২৮ তারিখ স্থানীয় সময় রাত ১০.০০ ঘটিকা থেকে ১১.৩০ ঘটিকার মধ্যকার সময়ে।
এই স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের চিত্রগ্রাহক ছিলেন ধ্রুব সেন ও সহকারী পরিচালক সাদমান শাহরিয়ার শিহির।মিউজিক এবং পোস্টপ্রোডাকশনে কাজ করেছেন এহসান আল মিরাজ এবং স্টোন আর্টিস্ট হিসেবে ছিলেন শিশির আহমেদ। রওনাকুর সালেহীন সবার পক্ষ থেকে বলেন,সবার সহযোগীতায় কাজটা সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি মাত্র।
৬০ সেকেন্ড চলচ্চিত্রে যথেষ্ট চেষ্টা করেছি নিজেদের চলচ্চিত্রে ক্রিয়েটিভ ফ্রেম ধরে রাখার।বর্তমানে আমার ব্যাক্তিগত কাজ ছাড়াও আমাদের আরও কিছু স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণাধীন অবস্থায় আছে।সবার কাছে দোয়া প্রার্থী।
Leave a Reply