ওবায়দু কবির সম্রাট: খুলনার কয়রা উপজেলায় খান সাহেব কোমর উদ্দীন ডিগ্রি (মডেল) কলেজে এডিশ মশা নিধন, ডেঙ্গু প্রতিরোধ অভিযানের অংশ হিসেবে পরিস্কার পরিচ্ছন্নতা সম্পর্কিত সচেতনমূলক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১:৩০ টায় অত্র কলেজের অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়ের নেতৃত্বে দেশজুড়ে ছড়িয়ে পড়া ডেঙ্গু নিয়ে ভয় কাটিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে খান সাহেব কোমর উদ্দীন ডিগ্রি কলেজে এক ঘন্টা পরিস্কার পরিচ্ছন্ন অভিযান চালিয়ে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা মূলক র্যালীটি কলেজ চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালীটি কলেজ চত্তরে এসে শেষ হয়। র্যালী শেষে কলেজ ক্যাম্পাস এলাকা সহ পার্শ্ববর্তী এলাকায় মশক নিধন অভিযান পরিচালনা করেন কলেজের সকল শিক্ষক ও ছাত্র ছাত্রীরা। কলেজের অধ্যক্ষ ড. চয়ন কুমারের সভাপতিত্বে ও প্রভাষক মোক্তার আলীর সঞ্চালনায় র্যালী পরবর্তী আলোচনা সভায় বাংলা বিভাগের প্রভাষক সুকুমার বাছাড় আতঙ্ক নয় ডেঙ্গু নিধনে জনসচেতনতা জরুরী উল্লেখ করে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে সকলের নিজস্ব উদ্যোগে বাড়ীর আঙিনা, ব্যবসা প্রতিষ্ঠান পরিস্কার পরিছন্ন রাখার আহবান জানান, ইতিহাস বিভাগের প্রভাষক শাহাবাজ আলী বলেন, এডিস মশার বংশ বিস্তার রোধে সবাইকে নিজ নিজ বাড়ীর আশপাশ পরিস্কার রেখে যে কোন উপায়ে এডিস মশা ধ্বংস করতে হবে।
অধ্যক্ষ ড. চয়ন কুমার বলেন, ডেঙ্গু ও গুজব বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই। তিনি আরও বলেন, ঘর ও আশেপাশের যে কোন পাত্রে বা জায়গায় জমে থাকা পানি নিয়মিত পরিস্কার করলে এডিস মশার লার্ভা মরে যায়। এছাড়া মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন, আমাদী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নির্মল কুমার দাস সহ কলেজের সকল শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।
কয়রায় খান সাহেব কোমর উদ্দীন ডিগ্রি কলেজে এডিস মশা নিধনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
