শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৮:৫৩ অপরাহ্ন
অস্ট্রিয়া প্রতিনিধি:
অস্টিয়ার ভিয়েনায় প্রধানমন্ত্রীর উদ্যোগে, বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে দূতাবাস ভবন ক্রয় করা হয়েছে। গত রবিবার ৯ফ্রেবরুয়ারী রবিবার সন্ধ্যায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র পতিমন্ত্রী জনাব মোঃ শাহারিয়া আলম ভাইয়ের উপস্থিতিতে অস্ট্রিয়া বাংলাদেশ দূতাবাসটি উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রিয়া শাখার সভাপতি মিসেস জান্নাতুল ফরহাদ, সাধারণ সম্পাদক রানা বখতিয়ার নেওয়াজ ও বাংলাদেশ পাবনা জেলার আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রহিম পাকন , অস্ট্রিয়া আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠাতা সভাপতি ইয়াসিম মিয়া বাবু এবং অস্ট্রিয়া আওয়ামী লীগ ও যুবলীগ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অস্ট্রিয়ার অবস্হানরত গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
পরিশেষে ভিয়েনার বাইতুল মোকাররম মসজিদে ইমাম সাহেব ডঃ ফারুক আল মাদানির পরিচালনায়, জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকাল বীর শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।