শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ১২:৫১ পূর্বাহ্ন
খলিফা মাইনুল:
বরিশালের কতোয়ালী থানায় মামলার বাদি পক্ষের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় বেলতলা বাজারে বসে এই হামলা চালায় আসামি পক্ষের লোকেরা। আহত যুবক হলো ওই থানার ৬ নং ওয়ার্ড বেলতলা বাজারের সবুজ ভ্যারাইটিস স্টোরের মালিক ও আব্দুল মান্নান হাওলাদারের ছেলে মোঃ সবুজ হাওলাদার। আহতের স্বজনরা জানান, প্রায় ৪/৫ আগে আমাদের প্রতিপক্ষের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার পরিবারের সদস্যকে পিটিয়ে আহত করে । আমরা তাদের বিরুদ্ধে কতোয়ালী থানায় মামলা করলে তারা আরো ক্ষিপ্ত হয়। এ মামলা এখনো চলমান। এ নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান আছে। ঘটনার দিন বিকালে পূর্ব পরিকল্পিত ভাবে মোঃ কবির ফকিরের ছেলে শাওন ফকির সহ অজ্ঞাত ৫/৬ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র রামদা, ছুড়ি, লাঠি নিয়ে ওই দোকানে থাকা সবুজের উপরে এই হামলা চালায় বলে জানা গেছে। স্থানীয়রা আহত সবুজকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে । বর্তমানে সে এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। আহতের বাবা জানান, আমাদের পরিবারকে এই সন্ত্রাসীরা নানান সময় হত্যাসহ লাশ গুম করারও হুমকি দেয়। এ নিয়ে আমিও আমাদের পরিবার প্রতিনিয়ত জীবনের ঝুঁকি মধ্যে দিন কাটাচ্ছি। এ সন্ত্রাসীরা এলাকায় মাদক, ইয়াবা সহ নানান অপরাধের সাথেও জড়িত আছে বলে তিনি জানান। এ ঘটনায় নিয়ে কতোয়ালী থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে স্বজনরা আরো জানান ।