মহিবুল্লাহ পাটোয়ারী: ডেঙ্গুতে আর নয় ভয়,প্রতিরোধে হবে জয়’ নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, ডেঙ্গু থেকে সুস্থ থাকি এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর মহিপুরে মাদক ,সন্ত্রাস,সাম্প্রদায়িকতা,জঙ্গীবাদ,নারী ও শিশু,ইভটিজিং,বাল্যবিবাহ,সাম্প্রতিক গুজব এবং ডেঙ্গু প্রতিরোধে মহিপুর থানা পুলিশের সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পটুয়াখালী জেলা পুলিশের আয়োজনে এবং মহিপুর থানা পুলিশের সহযোগীতায় মহিপুর থানার গুরুত্বপূর্ন সড়কে র্যালি ও পথ সভার মধ্য দিয়ে সচেতনতামূলক এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। র্যালি শেষে পথসভায় বক্তব্য রাখেন মহিপুর থানার অফিসার ইনচার্জ সোহেল আহম্মদ । অপরদিকে একই দিনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন মহিপুর থানা পুলিশ।