Political Science Debating Assembly (PSDA) এর নবীন বরণ অনুষ্ঠিত Political Science Debating Assembly (PSDA) এর নবীন বরণ অনুষ্ঠিত – Dhaka Observer
Political Science Debating Assembly (PSDA) এর নবীন বরণ অনুষ্ঠিত

Political Science Debating Assembly (PSDA) এর নবীন বরণ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি:
সরকারি ব্রজমোহন কলেজ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অন্যতম বিতর্ক সংগঠন পিএসডিএ’র নবীন বরণ অনুষ্ঠান ১৯/৯/২০২৩, মঙ্গলবার বেলা ১২: ০০ ঘটিকায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন প্রফেসর খান মো: গাউস মোসাদ্দিক, বিভাগীয় প্রধান ও প্রধান উপদেষ্টা পিএসডিএ এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ, পিএসডিএ’র উপদেষ্টা মন্ডলী এবং পিএসডিএ’র সাবেক সভাপতি । অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পিএসডিএ’র আহ্বায়ক সাইফুল ইসলাম । প্রফেসর আক্তার উদ্দীন চৌধুরী বিশেষ অতিথি বক্তব্যে পিএসডিএ’র কর্মকান্ডকে জ্ঞান অর্জন ও আলোকিত মানুষ গড়ার সোপান বলে মন্তব্য করেছেন। প্রধান অতিথি বলেন, এক ঝাঁক আলোকিত চোখ আমার চোখের সামনে দেখতে পাই, যারা নিজেদের সক্ষমতা প্রমাণ করে বিভাগকে গৌরবান্বিত করবে। আলোচনা শেষে পিএসডিএ’র বিগত বছরের নানা কার্যক্রম নিয়ে একটি নান্দনিক ডকুমেন্টারি প্রদর্শণ করা হয় সেই সাথে নতুন বিতার্কিক সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন বিভাগের শিক্ষক বৃন্দ। অনুষ্ঠান শেষে পিএসডিএ’র বাৎসরিক কার্যক্রম নিয়ে আহ্বায়ক কমিটির সদস্যবর্গ আলোচনা করেন। আহ্বায়ক সাইফুল ইসলাম আমাদেরকে জানান তারা শীঘ্রই অন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা এবং বিজয় দিবসকে লক্ষ্য রেখে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। তিনি আরও বলেন পিএসডিএ’র বিতার্কিকরা তাদের সৃজনশীল কাজের মাধ্যমে সরকারি ব্রজমোহন কলেজকে সবার মাঝে তুলে ধরবে।

বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© dhakaobserver.com | 2023
কারিগরি সহায়তা: Next Tech