আল-হিলালেই যোগ দিলেন নেইমার আল-হিলালেই যোগ দিলেন নেইমার – Dhaka Observer
আল-হিলালেই যোগ দিলেন নেইমার

আল-হিলালেই যোগ দিলেন নেইমার

ডেস্ক রিপোর্ট :
বিশ্বাস-অবিশ্বাসের দোলাচল কাটিয়ে প্যারিস সেইন্ট জার্মেই ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দিলেন নেইমার, মঙ্গলবার রাতে এলো আনুষ্ঠানিক ঘোষণা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবরটি জানিয়ে নিজেদের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছে আল-হিলাল। ক্যাপশনে নেইমারের বক্তব্যে লেখা হয়েছে, ‘আমি এখন সৌদি আরবে, আমি হিলালি।’

নেইমারকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছে পিএসজিও। ক্লাবটির প্রধান নির্বাহী নাসের আল খেলাইফি তাদের অফিশিয়াল ওয়েবসাইটকে বলেছেন, ‘নেইমারের মতো অসাধারণ ও বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে বিদায় জানানো সবসময়ই কঠিন।’

‘আমি কোনোদিনও ভুলবো না যেদিন প্রথম সে পিএসজিতে এসেছিল আর ক্লাবে ও গত ছয় বছর ধরে আমাদের প্রজেক্টে যা অবদান রেখেছে। আমাদের দারুণ স্মৃতি আছে। নেইমার সবসময়ই আমাদের ক্লাবের বড় একটি ইতিহাস হয়ে থাকবে। আমি নেইমার ও তার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই। তার ভবিষ্যৎ ও পরবর্তী গন্তব্যের জন্য শুভ কামনা রইলো।’

২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে ২০০ মিলিয়নের বেশি ইউরোতে বার্সেলোনা থেকে নেইমারকে নিয়ে এসেছিল পিএসজি। শেষ তিনটি ট্রান্সফার উইন্ডোতেই এই ব্রাজিলিয়ানকে বিক্রি করতে চাইছিল ফ্রান্সের ক্লাবটি। আল হিলালের ৮৬ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেয়ে তারা তাই গ্রহণ করেছে।

ঢাকা অবজারভার / হৃদয়

বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© dhakaobserver.com | 2023
কারিগরি সহায়তা: Next Tech