২০২৩ সাল হতে চলেছে স্মরণকালের উষ্ণতম বছর ২০২৩ সাল হতে চলেছে স্মরণকালের উষ্ণতম বছর – Dhaka Observer
২০২৩ সাল হতে চলেছে স্মরণকালের উষ্ণতম বছর

২০২৩ সাল হতে চলেছে স্মরণকালের উষ্ণতম বছর

ডেস্ক রিপোর্ট :
২০২৩ সাল হতে চলেছে ইতিহাসের শীর্ষ উষ্ণতম বছর। ১৮০০ সাল থেকে তাপমাত্রার রেকর্ড রাখা হচ্ছে। সেই হিসেবে দেখা গেছে এরইমধ্যে জুন মাসে বিশ্বের বিভিন্ন দেশে তাপমাত্রা রেকর্ড পরিমাণে বেড়েছে।

অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান বার্কলি আর্থের বিশ্লেষণ বলছে, চলতি বছরের প্রত্যেক মাসের তাপমাত্রার রেকর্ড বলছে এ বছর হতে চলেছে বিশ্বের স্মরণকালে উষ্ণতম মাস।

আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার অনেক দেশে এরইমধ্যে তরতর করে বাড়ছে তাপমাত্রা। ইউরোপের দেশ ইতালি, ফ্রান্স, জার্মানি, তুরস্কতেও তাপমাত্র স্বাভাবিকের চেয়ে অনেক বেশি রয়েছে। দাবদাজনিত কারণে অনেক মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

তাপমাত্রা বেড়ে যাওয়ায় কানাডা, গ্রিস, স্পেনের মতো দেশগুলোতে দাবানল দেখা দিয়েছে। স্পেনের অনেক অঞ্চলের তাপমাত্রাও ৪৩ ডিগ্রি ছোঁয়ার পথে। চীনের কিছু অঞ্চলেও তাপমাত্রা ৫০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

ঢাকা অবজারভার / হৃদয়

বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© dhakaobserver.com | 2023
কারিগরি সহায়তা: Next Tech