শাহরুখ চমক দেখালেন ট্রেইলারেই শাহরুখ চমক দেখালেন ট্রেইলারেই – Dhaka Observer
শাহরুখ চমক দেখালেন ট্রেইলারেই

শাহরুখ চমক দেখালেন ট্রেইলারেই

বিনোদন ডেস্ক :
দুই মিনিট ১২ সেকেন্ডে ট্রেইলারে ন্যাড়া মাথায় হাজির হয়ে শাহরুখ খান বলে গেলেন, আমি ভিলেন হলে আমার সামনে কেউ মাথা তুলে দাঁড়াতে পারে না…।

তাহলে কি ‘জওয়ান’ সিনেমায় কিং খান ভিলেন? গোটা ট্রেইলার দেখে সেটা বোঝার চেষ্টা করাই বৃথা। তবে এটুকু স্পষ্ট যে একাধিক লুকে শাহরুখ এই সিনেমায় এমন এক চরিত্রে ধরা দিতে চলেছেন যা চট করে বোঝা যাবে এমনটা নয়।

তবে সিনেমার ট্রেইলারে আছে ভরপুর অ্যাকশন, হেলিকপ্টারে মারপিটের দৃশ্য, ট্রেনের মধ্যে অ্যাকশন সিকোয়েন্স থেকে কার চেজিং সবই আছে। ট্রেইলারের শেষ দৃশ্যে আছে পুরনো ‘বেকারার করকে হামে ইয়্যু না’ গানে শাহরুখের নাচ। যা উত্তেজনার পারদ চড়িয়েছে ভক্তদের মধ্যে। আর এই শাহরুখ ম্যাজিকের অপেক্ষা শেষ হবে চলতি বছরের ৭ সেপ্টেম্বর।

তামিলের খ্যাতিমান পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম ও কন্নড় ভাষায় ‘জওয়ান’ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজিত অ্যাটলির সিনেমাটি হবে অ্যাকশন-প্যাকড এন্টারটেইনার।

দক্ষিণি সিনেমার ‘লেডি সুপারস্টার’খ্যাত অভিনেত্রী নয়নতারা এই সিনেমায় শাখরুখের বিপরীতে অভিনয় করছেন। সিনেমায় দ্বৈত ভূমিকায় অভিনয় করবেন শাহরুখ। সিনেমায় খলনায়ক হচ্ছেন তামিল সুপারস্টার বিজয় সেতুপতি। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সানিয়া মালহোত্রা ও সুনীল গ্রোভার।

ঢাকা অবজারভার / হৃদয়

বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© dhakaobserver.com | 2023
কারিগরি সহায়তা: Next Tech