ইকবাল হোসেন, শ্যামনগর প্রতিনিধি:
আধুনিক ব্যাংকিং এর সকল সুবিধা নিয়ে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং শ্যামনগর আউটলেটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় শ্যামনগর সদরের জামান মার্কেটের দ্বিতীয় তলায় শ্যামনগর ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেল জনাব নাজমুর রহমান।
উদ্ধোধনী অনুষ্ঠানে শ্যামনগর আউটলেটের এজেন্ট মো: রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথীর ” বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংকের হেড অব অল্টারনেট ব্যাংকি প্যানেল জনাব নাজমুর রহিম,
এবং হেড অব এজেন্ট ব্যাংকিং ব্র্যাক ব্যাংক” নাজমুল হাসান” বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, এম এম মুজিবুল হক, শ্যামনগর উপজেলা অনলাইন নিউজক্লাবের সভাপতি” মারুফ হোসেন মিলন, সাধারণ সম্পাদক মুরশীদ আলম, ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা, মোঃ মিরাজুর রহমান, নূরহোসেন, মোঃ ইকবাল হোসেন, ধরিত্রিক বাবু, আঃ মান্নান সহ অন্যান্ন ব্যক্তিবর্গ।
২০১৩ সালে এজেন্ট ব্যাংকিং চালু করে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে একদিকে প্রান্তিক মানুষ আর্থিক সেবার মাধ্যমে উপকৃত হচ্ছেন, অন্যদিকে আর্থিক অন্তর্ভূক্তি বিকাশের কারণে সামষ্টিক অর্থনীতিও শক্তিশালী ভিতের উপর দাঁড়াচ্ছে, আর এরই আলোকে শ্যামনগরে ব্র্যাক ব্যাংকের এজেন্ট আউটলেটের শুভ উদ্ধোধনের মধ্যদিয়ে আধুনিক ব্যাংকিং সেবার খাত উম্মোচিত হলো।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথী শ্যামনগর এজেন্ট আউটলেটের সত্ত্বাধিকারী এস এম রবিউল ইসলামের হাতে এজেন্ট ব্যাংকিংয়ের ব্র্যাক ব্যাংকের এজেন্ট লাইসেন্স হস্তান্তর করেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা গাজী জুনায়েদ হোসেন।
শ্যামনগরে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং-এর উদ্বোধন অনুষ্ঠিত-
