বিএম কলেজের দুই ছাত্রীকে জিম্মি করে মুক্তিপণ আদায়কালে দুই ছাত্রলীগ নেতা আটক বিএম কলেজের দুই ছাত্রীকে জিম্মি করে মুক্তিপণ আদায়কালে দুই ছাত্রলীগ নেতা আটক – Dhaka Observer
বিএম কলেজের দুই ছাত্রীকে জিম্মি করে মুক্তিপণ আদায়কালে দুই ছাত্রলীগ নেতা আটক

বিএম কলেজের দুই ছাত্রীকে জিম্মি করে মুক্তিপণ আদায়কালে দুই ছাত্রলীগ নেতা আটক

ডেস্ক রিপোর্ট: সরকারি বিএম কলেজের দুই ছাত্রীকে জিম্মি করে মুক্তিপণ আদায়কালে দুই ছাত্রলীগ নেতা আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ১১টায় বিএম কলেজের মসজিদ গেটের বিপরীতে জালাল আহমেদ লেন থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিম্মিকৃত দুই ছাত্রীকে উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত দুই ছাত্রলীগ নেতা সুমন ডাকুয়া এবং তার সহযোগী পারভেজকে আটক করে কোতয়ালী থানায় নিয়ে গেছে পুলিশ। এই উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন বগুরা পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই তোফায়েল আহমেদ। এই প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান গোপন খবর পেয়ে জিম্মিকৃতদের উদ্ধার করা হয়েছে এবং ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য অভিযুক্তদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে, এব্যাপারে কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© dhakaobserver.com | 2023
কারিগরি সহায়তা: Next Tech