মারুফ হোসেন (মিলন), শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
দেশের বিভিন্ন অংশ থেকে শ্যামনগরে ফিরে আসা চার শতাধিক ইট ভাটা শ্রমিককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গত বৃহস্পতিবার ও শুক্রবার এলাকায় ফিরে আসা এসব শ্রমিককে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী জানান, দেশের বিভিন্ন অংশ থেকে ইট ভাটা শ্রমিকরা লুকিয়ে এলাকায় ফিরেছে জানতে পেরে তাদেরকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবীল থেকে তাদের খাওয়ার ব্যবস্থা করাসহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পানিসহ অন্যান্য সুবিধা প্রদান করা হচ্ছে।